ফেনসিডিল বহনকারী ট্রাককে পুলিশের ধাওয়া, বাইসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রথমে শিবগঞ্জ উপজেলার রসুলপুরে ও পরে মহানন্দা নদীর ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর টোল ঘরের কাছে একটি ট্রাককে থামানোর চেষ্টা করে। কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। একপর্যায়ে শহরের শান্তির মোড়ে বাইসাইকেল আরেহী শফিকুলকে ধাক্কা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বন্ধ দোকানে ঢুকে পড়ে আটকে যায়।
এদিকে ঘটনাস্থলে গুরুতর আহত শফিকুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পুলিশ ট্রাকটি থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এবং ট্রাকচালক আরিফুলকে আটক করেছে। আটক ট্রাকচালক আরিফুলের বাড়ি রাজশাহী জেলার রাজাবাড়ি এলাকায়।
পুলিশের ধাওয়া খেয়ে পালানো ট্রাকের ধাক্কায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড়ে শুক্রবার রাতে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার জুলফিকার আলীর ছেলে। পুলিশ ঘাতক ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার ও ট্রাকচালককে আটক করেছে।
No comments
If you have any doubts. Please let me know.