২০২০ সালের রমজান মাসের সেহরী ও ইফতারের সময়সূচি



সেহরী ও ইফতারের সময়সূচি- পবিত্র রমযান হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস। এটি সংযমের মাস। এই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ সাওম পালন করে থাকেন। রমজান মাসে সাওম বা রোজা পালন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়তম।

এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকার জন্য সেহরি ও ইফতারের সময়সূচী (হিজরী ১৪৪১, ইংরেজি ২০২০) তুলে ধরা হল। 


ঢাকার সময়ের সাথে বাড়াতে হবে:



উক্ত সময়সূচি অনুযায়ী ২৫ এপ্রিল ১ম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ০৪:০৫ মিনিট এবং ইফতারের সময় ০৬:২৮ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ- মিনিট পর্যন্ত যোগ করে ও- মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন। নিচের ছবিতে আরও বিস্তারিত দেয়া হলো।

বি.দ্র. সাহরীর শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহি সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুবহি সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব, সাহরীর সতর্কতামূলক শেষ সময়ের ৬মিনিট পর ফজরের আযান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।


২৮.০৬.১৯৯৩খ্রি. তারিখে প্রনীত ইসলামিক ফাউন্ডেশনের নামাজের সময়সূচি নির্ধারণ কমিটি কর্তৃক প্রদত্ত তথ্যানুযায়ী ১৪৪১ হিজরী(২০২০খ্রি.) সাহরী ও ইফতার এর ক্ষেত্রে ঢাকার সময়ের সাথে অন্যান্য জেলার সময়ের পার্থক্যঃ

ঢাকার সময়ের সাথে একই হবেঃ সাহরীঃ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর।

ইফতারঃ গাজীপুর, নেত্রকোনা, পিরোজপুর, মাদারীপুর।

ঢাকার সময়ের সাথে বাড়াতে হবে:

জেলা সাহরী জেলা ইফতার

মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী ১মি. গোপালগঞ্জ, বাগেরহাট, ময়মনসিংহ ১মি.
ভোলা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল ২মি. মানিকগঞ্জ, টাঙ্গাইল,

ফরিদপুর, নড়াইল, খুলনা ২মি.

নওগা, ঝালকাঠি ৩মি. শেরপুর, মাগুরা ৩মি.

নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালি, গোপালগঞ্জ ৪মি. সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা ৪মি.
কুষ্টিয়া, রাজশাহী, পিরোজপুর, বরগুনা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ ৫মি. কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ ৫মি.চাপাইনবাবগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা ৬মি. চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া ৬মি.
মেহেরপুর ৭মি. নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ৭মি.
সাতক্ষীরা ৮মি. রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট ৮মি.

নীলফামারী, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ ১০মি.
পঞ্চগড়, ঠাকুরগাঁও ১২মি.

ঢাকার সময়ের সাথে কমাতে হবে:

জেলা সাহরী জেলা ইফতার

গাজীপুর, লক্ষীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার ১মি. শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি ১মি.
শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম, নরসিংদী ২মি. বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর ২মি.

কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফেনী ৩মি. বি. বাড়িয়া, লক্ষীপুর, ভোলা, হবিগঞ্জ ৩মি.
বি.বাড়িয়া, রাঙ্গামাটি, বান্দরবন ৪মি. কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মেীলভীবাজার ৪মি.

নেত্রকোনা, খাগড়াছড়ি ৫মি. ফেনী ৫মি.
হবিগঞ্জ ৬মি.

সুনামগঞ্জ ৭মি.
মেীলভীবাজার ৮মি. খাগড়াছড়ি, চট্টগ্রাম ৮মি.
সিলেট ৯মি. রাঙ্গামাটি ৯মি.
বান্দরবন, কক্সবাজার ১০মি.



No comments

If you have any doubts. Please let me know.

Powered by Blogger.