Bad Louck of Bangladesh
কিছু পণ্যের লাগামহীন মূল্য বাড়ার রেশ না কাটতেই বাজারে সরু চালের দাম কেজিতে গড়ে আরও তিন টাকা করে বেড়ে বেশি বিক্রি হওয়া নাজিরশাইল ৮০ টাকা ও মিনিকেট ৭৬ টাকায় গিয়ে ঠেকেছে।
আর সপ্তাহজুড়ে উত্তাপ ছড়ানো ডিম ও মুরগির দাম গত দুদিনে সামান্য নিম্নমুখী হলেও নতুন করে বেড়েছে সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ, আলুসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।
শুক্রবার রাজধানীর শান্তিনগর, রামপুরা, মালিবাগ, মগবাজার, উত্তর বাড্ডাসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে খাদ্যপণ্যের এমন বাজারদরের সঙ্গে ক্রেতাদের হতাশা, ক্ষোভ ও মন খারাপের চিত্রও উঠে এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায়।
কাঁচাবাজারে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলার সময় বেশির ভাগই তাদের হতাশা আর ক্ষোভের কথা জানিয়েছেন। প্রতি সপ্তাহেই কোনো না কোনো পণ্যের ঊর্ধ্বগতিতে বাজারে এসে কেনাকাটায় খেই হারিয়ে ফেলার কথা বলছেন সীমিত আয়ের লোকজন।
বৈশ্বিক পরিস্থিতি, ডলার ও জ্বালানি তেলের নজিরবিহীন দাম বেড়ে যাওয়ায় প্রভাবে গত কয়েক মাস ধরে ‘অস্বাভাবিকভাবে’ নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে বাজার সদাইয়ে যে বাড়তি অর্থ বেরিয় যাচ্ছে সেই চিত্র পাওয়া গেলে পুরান ঢাকার ব্যবসায়ী মো. আসাদুলের কাছ থেকে।
No comments
If you have any doubts. Please let me know.