মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসি নিহত।



আজ রাত ১২টায় মালয়েশিয়া নিলয় থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশী নিহত, নিহতের সংখ্যা বাড়তে পারে
জানা গেছে ৮ এপ্রিল রাত রাত আনুমানিক ২ টার দিকে নিলয় থেকে এয়ারপোর্ট গামী বাংলাদেশী কর্মী বাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এবং ঘটনাস্থলে ৬ জন বাংলাদেশী কর্মী নিহত হয়, আহত হয় ৩০ জনের মত। তাদের মধ্যে ১৫ জনের আশঙ্কা গুরতর। জানাগেছে বাসে মোট ৫৬ জন কর্মী ছিলো।
ঘটনাস্থল স্থানীয় পুলিশ ঘিরে রেখেছে। এয়ারপোর্টগামী এই কর্মীগুলোর থাকার হোস্টেল ছিলো নিলাই, তারা কাজের উদ্দেশ্যে KLIA    আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলো, তারা সবাই মার্সকার্গোতে কর্মরত ছিলো। আমরা  তাদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ তায়ালা যেন তাদের জান্নাত দ্বান করে,,,,,  আমিন আল্লাহ্

No comments

If you have any doubts. Please let me know.

Powered by Blogger.